আজ হজ কার্যক্রমের উদ্বোধন

0
64

রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করা হবে আজ।

আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আনোয়ার হোসেন জানান, ৪ আগস্ট হজ ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম, হজ ব্যবস্থাপনাসহ আনুষঙ্গিক কাজগুলো আজ থেকে শুরু হবে। এরই মধ্যে হাজিরা হজক্যাম্পে আসা শুরু করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরো জানান, ৪ আগস্ট যাঁদের ফ্লাইট, তাঁদের সবাই আজ উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY