সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে অবতরণের সময় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান আজ বুধবার দুর্ঘটনায় পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বিমানের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওই বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
বিমান সংস্থাটির দুবাই মিডিয়া অফিস টুইট করেছে, ওই বিমানটি ভারত থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।