সেই ‘বৃদ্ধ’ শিশু বায়েজিদ ঢামেক হাসপাতালে ভর্তি

0
68
BANGLADESH ¿ JULY, 15, 2016 : Four-year-old Bayezid Hossain with his mother Tripti Khatun, 18. Bayezid suffers a rare genetic disease which causes him to age faster than normal. He is pictured at his residence in Khalia village in Bangladesh. nnThe rare syndrome in children is characterized by physical symptoms suggestive of premature old age.nnPhotography by : Cover Asia Press / Qamruzzaman

মাগুরার চার বছর বয়সী সেই ‘বৃদ্ধ’ শিশু বায়জিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সকালে তাকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। বার্ন ইউনিটের প্রধান প্রফেসর ডা: আবুল কালাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বৃদ্ধ’ শিশু বায়েজিদ আজ সকাল ৯টায় হাসপাতালে আসে। আমরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। শিশুটিকে হাসপাতালে ভর্তি ও আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষে মেডিক্যাল বোর্ড বসিয়ে চিকিৎসা শুরু করা হবে।

LEAVE A REPLY