সাংবাদিক সিদ্দিকুরের মুক্তি চায় ডিআরইউ

0
65

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় গ্রেপ্তার অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানের মুক্তি দাবি করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
গতকাল সোমবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা থেকে এ দাবি জানানো হয় বলে ডিআরইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিদ্দিকুর রহমান ডিআরইউর স্থায়ী সদস্য। সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেপ্তারে প্রশাসনকে আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়ে সিদ্দিকুর রহমান যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়। ডিআরইউ সভাপতি জামালউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এদিকে সিদ্দিকুর রহমানের মুক্তি দাবি ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছে ‘সর্বস্তরের সাংবাদিক সমাজ’।

LEAVE A REPLY