দৌলতপুরে মাদক পাচারকারীর যাবজ্জীবন কারাদণ্ড

0
479

রনি অাহমেদ, বিশেষ প্রতিনিধি। কুষ্টিয়া  দৌলতপুর উপজেলায় মাদক পাচার মামলায় সামাজুল মণ্ডল (৩৫) নামে এক মাদক পাচারকারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হোসেন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত সামাজুল দৌলতপুর উপজেলার গুড়েরপাড়া গ্রামের ইমান মণ্ডলের ছেলে।আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর বাজার থেকে পুলিশ সামাজুলকে ৪০ গ্রাম হিরোইনসহ আটক করে।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালতের বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।

LEAVE A REPLY