শাহজালালে পাকিস্তানফেরত ৬ যাত্রী ৩৭০ কেজি প্রসাধনীসহ আটক

0
101
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আসা ছয় যাত্রীর কাছ থেকে ৩৭০ কেজি প্রসাধনী সামগ্রী আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটকেরা হলেন- শাহীন আলম, শেখ খুরশিদ আলম, ডালিম হোসাইন, বাবুল, মো: মোশাররফ এবং মিনার।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান, ওই ছয়জন করাচি হয়ে কলম্বো থেকে মিহিন লঙ্কার একটি ফ্লাইটে শনিবার সকালে ঢাকায় নামেন। ফ্লাইটটি শাহজালালে অবতরণের পর তাদের উপর নজরদারি করার এক পর্যায়ে তাদের দখলে রাখা ২৩ টি ব্যাগ শনাক্ত করা হয়। পরে ব্যাগগুলো তল্লাশিতে এসব অবৈধ কসমেটিক্স পাওয়া যায়। পণ্যের নমুনা পরীক্ষায় দেখা যায়, এগুলো পাকিস্তানি Goree এবং Chandni ব্র্যান্ডের। এসব কসমেটিক্স স্কিন কেয়ার ও বিউটিফিকেশনের কাজে ব্যবহার করা হয়। অনুমোদন ছাড়া আসায় এসব ব্যবহার মানসম্মত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
যাত্রীরা ব্যাগেজ বিধিমালা অনুসারে এসব বাণিজ্যিক পণ্যের কোনো ঘোষণা দেননি। গ্রিন চ্যানেল পার হবার সময় তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। আমদানি নীতি আদেশ অনুযায়ী বিএসটিআই এর অনুমোদন ছাড়া এসব কসমেটিক্স ব্যাগেজে আমদানি করা যায় না। তাছাড়া, যাত্রী ব্যাগেজ বিধিমালা অনুযায়ী বাণিজ্যিক পরিমাণে কোনো পণ্য আমদানি করলে প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক এর ছাড়পত্র লাগে ,যা এই যাত্রীগণ উপস্থাপন করতে পারেননি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সুত্র: যুগান্তর।

LEAVE A REPLY