কুষ্টিয়ার দৌলতপুরে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

0
171

রনি অাহমেদ, বিশেষ প্রতিনিধি। কুষ্টিয়ার দৌলতপুরে দূর্গোৎসবকে সফল করতে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার, দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবির আহমেদ, দৌলতপুর আনসার ভিডিপি কর্মকর্তা, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, আড়িয়া ইউপি চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব, দৌলতপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অর্জুন কুমার, শালিমপুর জগৎ জননী মাতৃমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অজিত কুমার সাংবাদিক শরিফুল ইসলাম। সভায় আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। সেই সাথে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় ও সর্বদা টহলে থাকার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY