কুষ্টিয়া দৌলতপুরে হাতবোমাসহ দুজন গ্রেপ্তার

0
3823

রনি আহমেদ,বিশেষ প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়  ছয়টি হাতবোমাসহ দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা মধ্যপাড়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন বাবলু মণ্ডল (৫০) ও মো. ইকাসতুল্লাহ (৩৮)। তাঁদের মধ্যে বাবলু মেহেরপুরের গাংনী উপজেলার গাজীপুর হাজিপাড়ার প্রয়াত বক্স মণ্ডলের ছেলে। আর ইকাসতুল্লাহ গাংনী উপজেলার ইন্দাবাগানপাড়ার প্রয়াত ফয়েম উদ্দিনের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোল্লা মোঃ খবির আহমেদ জানান, দৌলতপুর ও পার্শ্ববর্তী গাংনী উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম তেকালা মধ্যপাড়ায় শুক্রবার দিবাগত রাতে তেকালা পুলিশ ক্যাম্পের আই সি মোঃঅাসাদ সংগীয় ফোর্স নিয়ে অভিযানে যায়। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত একটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া করে একটি ব্যাগে থাকা হাতবোমাসহ দুই দুর্বৃত্তকে আটক করে।
ওসি জানান, গ্রেপ্তারকৃত বাবলু ও ইকাসতুল্লাহর বিরুদ্ধে গাংনী থাকায় বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা আছে। ও বাবুলের নামে ২০১২ সালে অাদাবাড়ীয়া ইউ,পির তেকালা গ্রামের অাকালের গরু চুরি করতে এসে বোমা ফাটিয়ে তার স্ত্রী খুকি (৩৫)কে হত্যা করে এ ঘটনায় ২০১২ তার নামে দৌলতপুর থানায়  মামলা হয়। গতকাল দিবাগত রাতে আটকের পর ওই দুজনের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়।

LEAVE A REPLY