ভেড়ামারায় এক যুবকের লাশ উদ্ধার

0
305

রনি অাহমেদ, বিশেষ প্রতিনিধি  : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ কালিতল এলাকার একটি পানক্ষেত থেকে রায়হান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পানক্ষেতের ভিতর রায়হানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নেয়। নিহত যুবকের চোখ ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে দূবৃর্ত্তরা তাকে হত্যা করে পানক্ষেতের ভিতর লাশ ফেলে রেখে যায় বলে এলাকাবাসীর ধারনা।
হত্যার বিষয়ে ভেড়ামারা থানার ওসি মো. নুর হোসেন খন্দকার জানান, জুনিয়াদহ এলাকার একটি পানক্ষেতের ভিতর রায়হান নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করে লাশ ওই পানক্ষেতের ভিতর ফেলে রেখে যায় হত্যাকারীরা। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানানো সম্ভব হবে।

LEAVE A REPLY