রনি অাহমেদ,বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামে এক কৃষকের বাড়ীতে সন্ত্রাসী হামলা হয়েছে, হামলায় আহতরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানাগেছে। জানাগেছে গত ২৮ সেপ্টেম্বার গভীর রাতে কৃষক এনায়েত উলাহর বাড়ীতে ৭/৮ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ গরু বিক্রির ৬০ হাজার টাকা, সোনার গহনা, মোবাইল, বাড়ীর অন্যান্য মালামাল, বিদেশী টর্চ লাইটসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা হাসুয়া, লোহার রডসহ দেশী অস্ত্রদিয়ে এনায়েত উলাহ (৪৫), তার স্ত্রী জহুরা খাতুন (৩৮), ছেলে এরশাদ আলি, বৃদ্ধ মা কে উপর্যপুরী আঘাত করে মারাত্বক আহত করে। আহতদের প্রথমে দৌলতপুর পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে এনায়েত উলাহ ও স্ত্রী জহুরার অবস্থা এখনও আশংকা জনক অবস্থায় রয়েছে, তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানাগেছে। এ ব্যাপারে গতকাল দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Home অপরাধ ও দুর্নীতি কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের বাড়ীতে সন্ত্রাসী হামলায় আহতরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে