রনি অাহমেদ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাই কুন্ডি গ্রামে ১০ টাকা কেজি মূল্যের চাউল বিতরণ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বহী অফিসার মোঃ তৌফিকুর রহমান।
গতকাল ১২ অক্টোবর বুধবার সকাল ১১ টায় এলাকার সোনায় কুন্ডি মাদ্রাসা মার্কেটে ডিলালের মাধ্যমে হতদরিদ্রের জন্য সরকার অনুমদিত ১০ টাকা কেজি মূল্যের চাউল বিতরণের উদ্বোধন করা হয়। চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগল বাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান লস্কর, সভাপতিত্ব করেন হোগল বাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দীন চৌধূরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী মোঃ আক্কাস আলী, বাজার কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা মোঃ জিললুর রহমান,হোগল বাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য কালু মালিথা, পরিদদের সচিব শিশির মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান বলেন চাউল বিতরণে কোন প্রকার দূর্নীতি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রকৃত হতদরিদ্র মানুষ এ কর্মসূচী থেকে বাদ না পড়ে এ ব্যাপারে কর্তৃপক্ষকে সতর্ক করেন। এ সময় ১০ টাকা কেজি সূলভ মূল্যে ১৯২ জন হতদরিদ্রর মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।