সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মায়ানমারের দুই শিশু সহ ছয় জনকে আটক করেছে বিজিবি।
পাঁচবিবি উপজেলার কয়া সিমান্ত দিয়ে ভারতে প্রবেশের পূর্বে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। বুধবার গভির রাতে সীমান্তের ২৮৭ নং মেইন পিলারের ৪৭ নং সাব পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন মো: আলীর পুত্র আব্দুল হামিদ (২৫), কবির আহমদের স্ত্রী নূর বেগম (২২), ইলিয়াছের স্ত্রী হামিদা (২৫), কবির আহমদের শিশু পুত্র রেজাউল করিম (৭) এবং ইলিয়াছের পুত শিমু্(১)
আটক আব্দুল হামিদ বলেন মানায়মারে মুসলিমদের উপর নির্যাতন হওয়ায় তারা সে দেশ থেকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে এবং দালালের মাধ্যমে ভারত যাওয়ার পথে বিজিবি আটক করে।
পরে আটক ব্যক্তিদের পাঁচবিবি থানায় সোপোর্দ করা হয়।