ভেড়ামারাতে মা ইলিশ সংরণ অভিযানে ৩ জেলেকে কারাদন্ড

0
224

রনি অাহমেদ,বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারাতে মা ইলিশ সংরণ অভিযানে ৩ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত ১০ টায় হার্ডিঞ্জ ব্রীজ এলাকায় পদ্মানদী থেকে জেলেদের আটক করা হয়। জেলেদের ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা (ইউএনও) কাছে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোঃ বুলবুল আহম্মেদ (৪০), ইয়ারুল (৪০) ও রাজু (৩২)’কে ৭ দিনের কারাদন্ড প্রদান করে। বিষয়টি ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নিবে) মোঃ গোলাম সরোয়ার নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন, সিনিয়ার সহকারী  পুলিশ সুপার ভেরামারা সার্কেল  মোঃ কামরুল হাসানকে সঙ্গে নিয়ে মা ইলিশ সংরনে রাত ব্যাপী প্রশাসনের অভিযানে জেলেদের কাছ থেকে ২,০০০ (দুই হাজার) মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে উপজেলা চত্বরে জনসম্মুখে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

LEAVE A REPLY