রনি অাহমেদ, বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ সরকারের সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ভাতিজা অালী অাজম (৫৫) নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ৩ জন। রোববার বিকেল ৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, কুষ্টিয়া থেকে ৩ জন যাত্রী নিয়ে ছেড়ে অাশা সিএনজি দৌলতপুর যাওয়ার পথে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারমাইল নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে অাশা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়।
এসময় সিএনজি উল্টে ছিটকে পড়ে এতে চালকসহ তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আলী আজমের মৃত্যু হয়।
সে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। দূর্ঘটনায় আহত অারও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।