সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৪টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুস্কৃতকারীরা।
জানা গেছে, উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোহারা দীঘি পাড়া গ্রামের শাহারুলের ৩টি পুকুরে মঙ্গলবার গভীর রাতে দুস্কৃতকারীরা বিষ প্রয়োগ করে ৭ লক্ষাধীক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে।
অপরদিকে একই রাতে মোহাম্মদপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের আলমঙ্গির সিদ্দিক প্রিন্স এর পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ হাজার টাকার পোনা মাছ নিধন করে দুস্কৃতকারীরা। প্রিন্স বলেন,পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটানো হয়েছে।
ইতিপূর্বে পুকুরে মাছ চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।