রনি অাহমেদ, বিশেষ সংবাদদাতাঃ কুষ্টিয়ায় মিরপুরে বিভিন্ন সময়ে জব্দকৃত তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুরে বিজিবির সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।
কুষ্টিয়া বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার হাতুর দিয়ে মদের বোতল ভেঙে এই মাদকদ্রব্য ধ্বংস শুরু করেন।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় মাদকের ভয়াবহতা নিয়ে বক্তব্য দেন তারা।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, আনোয়ারুজ্জামান মজনুসহ অনেকে বক্তব্য দেন।
এসময় কুষ্টিয়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে ১০ হাজার ৯৪৫ বোতল ফেনসিডিল, নয় হাজার ৮৭১ বোতল বিদেশি মদ, ৪৬ লাখ ৫৭ হাজার ৬৫২ পিস গরু মোটাতাজাকরণ ওষুধ ও ১২ পিস ইঞ্জেকশন, ৬৭০ প্যাকেট সিগারেট, ৮৪ পিস ইয়াবাসহ ৭৫ হাজার ৫ প্যাকেট পাতার বিড়ি শ্যালোইঞ্জিনচালিত মেশিন দিয়ে ধ্বংস ও আগুন দিয়ে পোড়ানো হয়।