পাঁচবিবিতে বাস ও বিজিবির পিকআপ ভ্যানে সংঘর্ষ

0
638

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ আজ জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রিবাহী বাস ও বিজিবির টহলরত পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়।

সরজমিনে গিয়ে জানা গেছে জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের একটি যাত্রিবাহী বাস জয়পুরহাট বাস টার্মিনাল থেকে হিলির উদ্দেশে সকাল সাড়ে ১১ টায় ছেড়ে আসে।

পাঁচবিবির অস্থায়ী বিজিবি ক্যাম্প থেকে বিজিবির টহলরত গাড়ি জয়পুরহাট টু হিলি মহাসড়কে প্রবেশের মুখে অপর দিক থেকে যাত্রি বাহী বাসটি দ্রুত বেগে হিলির উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শি বাস যাত্রি বরন গ্রামের ইউনুস মিয়া জানান,আচমকা বিজিবির গাড়িটি মেইন রোডে প্রবেশ করলে বাস ড্রাইভার বিজিবির গাড়িটিকে বাঁচাতে পাশে রেইন্টির গাছের সঙ্গে গতি রোধের চেষ্টা করেন। ফলে দুর্ঘটনাটি সংঘটিত হয়।

এতে যাত্রিবাহী বাসের ছাদ ভেঙ্গে যায় ও কয়েক জন যাত্রি গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়।

LEAVE A REPLY