দৌলতপুরে ব্যাবসায়ীর টাকা ছিনতাই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0
591

রনি অাহমেদ,বিশেষ সংবাদদাতাঃ কুষ্টিয়ার দৌলতপুরে দূর্বৃত্তরা নূর আলম (৩৮) নামের এক সার ও বিকাশ এজেন্ট ব্যাবসায়ীর ৩ লক্ষ ২৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর ঈদগাঁ গোরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শনিবার সকাল ৮ টার সময় কামালপুর বাজারের সকল ব্যবসায়ী দোকান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছে।
জানাগেছে, ঘটনার দিন রাতে কামালপুর বাজারের সাধারন সম্পাদক সার ও বিকাশ এজেন্ট ব্যাবসায় নূর আলম বাজারের দোকান থেকে পায়ে হেটে বাড়ি ফেরার পথে কামালপুর ঈদগাঁ গোরস্থান সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে পূর্ব থেকে ঔৎ পেতে বসে থাকা ৩/৪ জনের সংগবদ্ধ দূর্বৃত্তরা পেছন দিক থেকে গামছা দিয়ে নূর আলমের চোখ বেধে তার হতে থাকা নগদ ৩ লক্ষ ২৪ হাজার টাকা ও বিকাশ এজেন্টের মোবাইল সহ টাকার ব্যাগ টি ছিনতাই করে নিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি পুকুরের মধ্যে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়।
এসময় নূর আলমের আর্তচিৎকারে এলাকাবসী এগিয়ে আসলে সংগবদ্ধ দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নূর আলম বাদি হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শনিবার সকাল ৮ টার সময় কামালপুর বাজারের সকল ব্যবসায়ী দোকান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় বক্তব্য রাখেন, বাজার কমিটির সভাপতি সোহেল রানা বুলবুল, নূরুজ্জামান মেম্বর, মিঠু মেম্বর, হান্নান মেম্বর, ব্যাবসায়ী পাপ্পু, নুর ইসলাম,মুক্তার, আনার, রবজেল, আতিয়ার, নজরুল, শিবলী আল ফারুক ও লতিফ ডাক্তার।
উল্লেখ্য, নূর আলম জাতীয় যুব সংহতির দৌলতপুর উপজেলা শাখার আহবায়ক। এদিকে এঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা শাহরিয়ার জামিল জুয়েল, দৌলতপুর জাতীয় পার্টির নেতা সাবেক ভাইস চেয়ারম্যান আলী আকবর, মীর আব্দুল আওয়াল,এ্যাড. মসলেম উদ্দিন,আব্দুল্লাহ আল মামুন পিয়ার, নাজমুল হুদা, আবু হানিফ ও আশরাফল ইসলাম আরিফ প্রমূখ।

LEAVE A REPLY