রনি অাহমেদ,বিশেষ সংবাদদাতা:কুষ্টিয়া দৌলতপুরে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী টিপু (৩৮) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত সন্ত্রাসী টিপু উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রমের মৃত ফরাত অালীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে গত শনিবার দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী টিপুর নিজ বাড়ী থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ১ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। এব্যাপারে দৌলাতপুর থানার ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত টিপু দির্ঘদীন ধরে বিভিন্য সন্ত্রাসী কর্ম কান্ড চালিয়ে অাশছিল এবং তার নামে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে এবং আরো একটি অস্ত্র মামলা হয়েছে।?