সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম এই মহৎ উদ্যোগ গ্রহন করেন।
পাঁচবিবি থানার নব নির্মিত সার্ভিস ডেলিভারী সেন্টারে (গোল ঘর) উপজেলার ৬০ থেকে ৭০ জন সুবিধা বঞ্চিত,ভূমিহীন,অভাবী, গরীব অসহায় ভিক্ষুককের সঙ্গে তিনি কথা বলেন। তাদের সমস্যার কথা শুনে তাদের সরকারী সাহায্য সহযোগীতা প্রদান করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন। অসহায় দরিদ্র ভিক্ষুকদের পাশে থাকার কথাও তিনি জানান। ওসির এমন উদ্যোগে ভিক্ষুকরা খুব খুশি।
পাঁচবিবি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব নুর উদ্দিন আল ফারুক সাহেবের অফিস কক্ষে তাদের নিয়ে তালিকা তৈরি করা হয়। সরকার প্রদত্ত সুযোগ সুবিধা প্রদান ও পাঁচবিবির বালিঘাটায় সরকারের প্রস্তাবিত একটি আদর্শ গ্রামে প্রত্যেক ভূমিহীন ভিক্ষুকদের ৫ (পাঁচ) শতক জমির উপর ০১ (এক) টি করে ঘর ও কর্মের ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তের পর তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিবেন মর্মে অঙ্গীকার করেন। ইহা ছাড়া তাদের সার্বিক বিষয়ে যে কোন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন আল ফারুক ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের পক্ষ থেকে পাঁচবিবির মানুষের প্রতি আহ্বান করা হয়, যার যার অবস্থান থেকে এদের পাশে দাঁড়িয়ে পাঁচবিবিকে ভিক্ষুক মুক্ত করার।