রনি অাহমেদ,বিশেষ সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃঙখলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার সীমান্ত এলাকা গরুড়া ডি,জি,টি মাধ্যমিক বিদ্যালয়ে দৌলতপুর রিপোর্টাস ক্লাব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশনের উদ্যোগে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান সিনিয়র সহকারী পুলিশ সুপার
(ভেড়ামারা সার্কেল), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খবির অাহমেদ ,আদাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন ও প্রাগপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান মুকুল মাষ্টার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর রিপোর্টাস ক্লাব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশনের সভাপতি মোঃ মানজারুল ইসলাম খোকন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ,সহ সভাপতি জামিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিন জাহানী তুহিন প্রমূখ। সভায় বক্তারা মাদক ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করেন এবং তাদের ধরিয়ে দিতে সহযোগিতা করার জন্য আহবান জানান।