জামিরুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুরুত আলী মেম্বরের কৃষক বন্ধু বীজ ভান্ডার মিলনায়তনে এসিআই কোম্পানির হাইব্রীড ভূট্টাবীজ ডন ১১১ ও ১১২ এবং বিশ্ববিখ্যাত উন্নত কোম্পানি হতে আমদনিকৃত কাবেরী এএস ৯৯২ ভূট্টাবীজের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার এএসএফ আবুবকর সিদ্দিক,টেরিটরি সেলস অফিসার ইব্রাহীম, ফিল্ডক্রপস সীড মার্কেটিং ম্যানেজার মিজানুর রহমান,সেলস ম্যানেজার একেএম শাহিনুর রহমান,কৃষক বন্ধু বীজ ভান্ডারের মেম্বর সুরত আলী,শিমুল হোসেন,পলাশ হোসেন,জামিরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বলেন,এসিআই হাইব্রীড ভূট্টাবীজ ডন ১১১,১১২ আগাম জাতের।এখনই রোপন করার উপযোগি সময় এবং চলমান যা বিঘা প্রতি ৪২ থেকে ৪৭ মন ফলন হয়। নাবী জাতের কাবেরি প্রফিট এএস ৯৯২ ভূট্টাবীজ বিঘা প্রতি ৪০ থেকে ৪২ মন ফলন হয়। উভয় ভূট্টাবীজের উৎপাদন খরচ ও কম হয়। এছাড়া ও কৃষক মতিয়ার রহমান এ প্রতিবেদকে বলেন এসিআই ভূট্টাবীজের ফলন ভাল গতবার করেছিলাম এবার ও করছি। এমনকি আমাদের মাঠে সকলে ওই বীজ ব্যাবহার করছে।
ছবি : ভূট্টাবীজের মতবিনিময় সভা