দৌলতপুরে শান্তিপূর্ণ ভাবে দুই কেন্দ্রের ভোট গ্রহন শেষ

0
365

রনি অাহমেদ :কুষ্টিয়ার দৌলতপুরে ৬ নং চিলমারী ইউনিয়নের ৪ ও ৫ ওয়ার্ডের ইউপি সদস্যের স্থগিতকৃত  দুইটি কেন্দ্রের ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। ইউনিয়নের খারিজারথাক মাধ্যমিক বিদ্যালয় ও বাংলা বাজার সরকারী প্রথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা প্রর্যন্ত  শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন হয়।এতে ৫ নাং ওয়ার্ডে শুকচাঁদ অালী টিউবয়েল প্রতীক নিয়ে ৮৬৯ ও ৪ নাং ওয়ার্ডে নিজাম উদ্দীন ফুটবল প্রতিক নিয়ে ৫২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ জানান, দুটি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। ভোট কেন্দ্র গুলোতে, অামি নিজে ছিলাম এবং পুলিশ,আনসার ভিডিবি সহ কট্টোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

LEAVE A REPLY