পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, স্বাস্থ্য সেবা ব্যহত।

0
260

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারনে স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে।

৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ২০ চিকিৎসকের পদের মধ্যে ৪ জন রয়েছেন। আর, এম,ও,জুনিয়র কনসালটেন্ট,এ্যানেসথেসিয়া, সার্জারি ও মেডিক্যাল অফিসার সহ ১৬টি পদ খালি।

উপজেলার ৩ লক্ষাধীক জনগনের চিকিৎসার ভার রয়েছে ৪ ডাক্তারের উপর। প্রতিদিন গড়ে প্রায় ১’শ ৫০ জন নর-নারী এখানে চিকিৎসা নিতে আসেন। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে ডাক্তার সংকটের কারণে মেডিক্যাল এ্যাসিসটেন্টরা রোগী দেখছেন। এখানে জ্বর,সর্দি,কাশি ছাড়া জটিল কোন রোগের চিকিৎসা কিংবা অপারেশন হয়না।

হাসপাতালের বেড গুলি ফাঁকা পড়ে থাকে। ২টি এক্স-রে মেশিনের মধ্যে ১টি অকেজো। এ্যাম্বুলেন্সটি চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জেলা সদর ছাড়া দূরে কোথাও রোগী পরিবহন করা সম্ভব হয়না। উপস্বাস্থ্য কেন্দ্রের মতো সেবা চলছে ৫০ শয্যার এই হাসপাতালে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শহীদ হোসেন বলেন,৩১ শয্যার জনবল দিয়ে চলছে হাসপাতাল। ৫০ শয্যার জনবল পাইনি,সরকার কবে নাগাদ জনবল দিবে তা বলা যাচ্ছেনা।

LEAVE A REPLY