জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলমডাঙ্গার মোনাকষা গ্রামের যুবক সোহাগ চৌধুরী (৩ ৩)। শনিবার তার দাফন সম্পন্ন হবে।
জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের নিজাম উদ্দীন চৌধুরীর একমাত্র ছেলে সোহাগ চৌধুরী (৩৩)। তিনি ট্রান্সকম গ্রুপের কুড়কুড়ে চিপস’র বিক্রয় প্রতিনিধি হিসেবে ঢাকা শহরের কেরানীগঞ্জে চাকুরী করতেন। গত ৪ মাস পূর্বে কোম্পানির পক্ষ থেকে তাকে একটি মোটর সাইকেল দেওয়া হয়েছে। কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় পাওনা টাকা আদায় করার এক পর্যায়ে কেরানীগঞ্জে তার মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি ধাক্কা লাগে। মোটর সাইকেলসহ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
গতকাল শুক্রবার ভোরে তার লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। জানাযা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাপ পাগলপ্রায়।