রনি অাহমেদ : কুষ্টিয়ার দৌলতপুর থেকে মশিউর রহমান (১৯) ও রাকিবুল মোল্লা (১৯) নামে দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৫ নভেম্বর) সকালে স্থানীয়রা দাড়ের পাড়া মাঠে কদম গাছের নীচে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
মশিউর রহমান দাড়েরপাড়া গ্রামের শাহজাহান রহমানের ছেলে এবং রাকিবুল মোল্লা একই গ্রামের হুজুর মোল্লার ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির অাহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উপজেলার দাড়েরপাড়া মাঠে দুই তরুণের মৃতদেহ পড়ে অাছে এমন খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গেছে, মৃত দুই তরুণ বন্ধু হত্যা রহস্যের তদন্ত চলছে।মৃত্যুর সংবাদ পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিনিস ঘটনা স্থাল পরির্দশ করে তিনি জানান ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।