বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাধক লালনশাহ্, মীর মোশারফ হোসেন ও কাঙাল হরিনাথের স্মৃতি জড়িত কুষ্টিয়া থেকে প্রকাশিত অন্যতম একটি সুনামধন্য অনলাইন সংবাদ পত্র news24live.news (নিউজ ২৪ লাইভ ডট নিউজ), যা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বর্তমান সময়ের আলোচিত সব সংবাদ সবার নিকট সর্ব প্রথম পৌছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে একঝাঁক তরুন। দক্ষ পরিচালনা, কঠোর পরিশ্রম আর সত্যের সাথে নিবীড়সর্ম্পক news24live.news দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায় নীতি ও সত্যের প্রত্যয় বুকে স্থাপন করে news24live.news চলছে কুষ্টিয়া তথা পুরো বাংলাদেশকে আলোকিত করার লক্ষ্যে। বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আহ্বান সকলে সত্যকে জানুন, মানবতার মানদন্ডকে হৃদয়ে স্থাপন করুন। দৃষ্টি রাখুন news24live.news সংবাদ পত্রে।