মিরপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

0
235

হাফিজুল ইসলাম, মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সুলতানপুর হাজী আব্দুর রশিদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং সাইটসেভার্সের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন ফরাজী প্রধান অতিথি হিসাবে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাইটসেভার্সের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কর্মকর্তা আল মামুন, সুলতানপুর হাজী আব্দুর রশিদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবুল কাশেম প্রমুখ।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আরমান উদ্দীন আহমদ শতাধিক চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। তাকে সহযোগিতা করেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এম এ আজিজ।

LEAVE A REPLY