দৌলতপুরে মুক্তি যোদ্ধার মেয়ে কে যৌতুকের দাবীতে নির্যাতন

0
759

রনি অাহমেদঃকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের খাদেম দাারোগার মোড়ে মুক্তি যোদ্ধার মেয়েকে যৌতুকের দাবীতে  নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে । জানাগেছে গত বৃহস্পতিবার সন্ধায় ফিলিপনগর ইউপির দাারোগার মোড়ের মুক্তিযোদ্ধা মৃত লকমান হোসেনের মেয়ে ছনিয়া খাতুনের সাথে ফিলিপনগর ইউপির গোলাবাড়িযা গ্রামের আলিম হোসেনের ছেলে তুহিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে যৌতুকের দাবীতে অমানবিক
নির্যাতন করে আসে। গত বৃহস্পতিবার সন্ধায় তুহিন তার স্ত্রী ছনিয়াকে তার পিতার বাাড়ী
থেকে মোটা অংকের টাকা আনতে বললে সে অপারকতা জানালে ছনিয়া কে বিদেশি ট্রচ লাইট দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে তার বাাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবীর অাহমেদ জানান ছনিয়ার মা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে এ বিষয়ে অাইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY