দৌলতপুরে বিদেশী অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

0
2287

রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশী অস্ত্রসহ মাসুম বিল্লাহ (৩৫)নামে এক অস্ত্র সন্ত্রাসী  কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে গত বুধবার রাত সাড়ে ৯ টায় অস্ত্র নিয়ে অাশার সময় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পিয়ারপুর ইউ,পির নতুন অামদহ গ্রামের মোঃ মোশারেফ হোসেন ছেলে সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী মাসুম বিল্লাহ(৩৫) কে একটি বিদেশী পিস্তল ১ রাউন্ড গুলি ও ১ টা ম্যাগজিন সহ গ্রেফতার করে। এব্যাপারে দৌলাতপুর থানার ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ দির্ঘদীন ধরে সন্ত্রাসী কর্মকান্ড  মাদক ও অস্ত্র ব্যাবসা করে অাসছিল। এবং তার নামে দৌলতপুর থানায় ৫ টা অস্ত্র মাদক ও সন্ত্রাসী মামলা রয়েছে ও তার নামে আরো একটি অস্ত্র মামলা হয়েছে।

LEAVE A REPLY