দৌলতপুর সীমান্তে বিজিবির মতবিনিময় সভা উনুষ্ঠিত

0
351

রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির  আইন শৃংখলা ও চুরাচালার বিষায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার অাদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ সীমান্তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অাদাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান  মোঃমকবুল হোসেনের সভাপতিত্বে মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেঃকর্নেল মোঃশহিদুল ইসলাম পি এস সি,বিশেষ অতিথি  অাঃ সালাম অবঃপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা,মোঃনাজিম উদ্দীন প্রধান শিক্ষক, হাফিজুর রহমান,রেজাউল হক মেম্বার ,মারফত অালী মেম্বার, দৌলতপুর রিপোর্টাস ক্লাবেন সাধারন সম্পাদক সাংবাদিক রনি অাহমেদ, অাদাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুকুল হোসেনসহ স্থানীয় সুধীজন।বক্তারা সীমান্তে মাদক চুরাচালান নারী শিশু পাচার নিয়ে ব্যাপক অালচনা করেন।

LEAVE A REPLY