মিরপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ক্যাম্পিং উদ্বোধন

0
219

হাফিজুল ইসলাম, মিরপুর প্রতিনিধি।মিরপুরে জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষ্যে প্রশিক্ষণ ক্যাম্পিং এর উদ্বোধন করা হয়েছে।
২য় জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট ২০১৬ উপলক্ষ্যে মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থা এক প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছে। সোমবার দুপুরে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলার কৃতি খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে ১৮ সদস্যের মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল ঘোষণা করা হয়। প্রশিক্ষণ ক্যাম্প প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবেরর সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, শাহিনুল ইসলাম, নির্বাহী সদস্য হীরক জোয়ার্দ্দার, আব্দুল বারী, মোহাম্মদ রফিক, আশরাফুল আমল হীরা, খেলোয়াড় ফরিদুল ইসলাম, টুটুল, পান্না, জুয়েল, তরিকুল, সুমন, রুমন, আশা, জিদান, মিলন, শাহীন, রাফসান, রয়েল, ইমরান, তুহিন, বিজয়, সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আজ ২২/১১/২০১৬ পোড়াদহ ফুটবল মাঠে খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY