সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা: জয়পুরহাট Rab-5 ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাতের নেতৃত্বে আজ সোমবার বিকালে পাঁচবিবিতে ২০০ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি বাজারের মৃত নূরুজ্জামানের ছেলে রাকিবুল(২০) ও জয়পুরহাট সদর উপজেলার ধারকি আকন্দ পাড়া গ্রামের ইসমাইল আকন্দের ছেলে মাসুদ(২৪)।
Rab-5 ক্যাম্প সূত্রে জানা গেছে,পাঁচবিবি প্রদর্শনী খামার এলাকায় ইয়াবা কেনা বেচা হচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে Rab ওই এলাকা ঘিরে ফেলে।
এ সময় বাঁশ ঝারের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের ক্যাম্পে আটক রাখা হয়।