মিরপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

0
179

হাফিজুল ইসলাম,মিরপুর প্রতিনিধি।কুষ্টিয়ার মিরপুর উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নওয়াপাড়া বাজার সংলগ্নে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আলহক নূরতাজ উল্লাহ ওরফে আব্দুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ। সম্মেলন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রব্বানকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি এবং আব্দুর রশিদকে সভাপতি ও ইব্রাহিম আলীকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন। একই সাথে ঘোষিত উভয় কমিটির সভাপতি ও সেক্রেটারীগনকে আলোচনা সাপেক্ষে উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

LEAVE A REPLY