হাফিজুল ইসলাম, মিরপুর প্রতিনিধি : মিরপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙগলবার সকালে উপজেলা নিবর্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরির্দশক তারেখ মাহামুদের সহযোগীতায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাতিয়ান উইনিয়নের কালিনাথপুর গ্রামের মৃত আজিবার রহমানের ছেলে আলমগীর হোসেন (৪৯)কে ৫শত গ্রাম গাঁজা সহ ও একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রওশন মোল্লার ছেলে গোলজারকে ২শত গ্রাম গাজাসহ আটক করা হয়। পরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯-এর ১-এর ৭-এর ‘ক’ ধারা মোতাবেক দুজনকে ৬ মাসে ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।