দৈনিক সত্যখবর পত্রিকার সাংবাদিক নাসির উদ্দীনের মৃত্যুতে সাংবাদিক মহলের শোক

0
261

হাফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার ১টি হাসপাতালে দৈনিক সত্য খবর পত্রিকার সাংবাদিক নাসির উদ্দীনের মৃত্যুতে মিরপুরের সাংবাদিক মহল শোক প্রকাশ করেছে মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রিমন, গ্রামের কাগজের স্টাফ রিপোটার বাবলু রঞ্জন, মানব জমিন মিরপুর প্রতিনিধি মারফত আফ্রিদী, দৈনিক সত্যখবর পত্রিকার স্টাফ রিপোটার সাংবাদিক আলম মন্ডল,দৈনিক সত্যখবর পত্রিকার মিরপুর প্রতিনিধি ও নিউজ টোয়েন্টিফোর লাইভ বিশেষ প্রতিনিধি হাফিজুল ইসলাম।
জানা যায় ,গত ১৮ই নভেন্বর ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার দৈনিক আজকের আলো পত্রিকার কুমারখালী প্রতিনিধি এম এ ওহাব ও দৈনিক সত্য খবর পত্রিকার সাংবাদিক নাসির উদ্দীন গুরুত্বর আহত হয় । মুর্মুষ অবস্থায় তাদের ২ জন কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বিজ্ঞ চিকিৎসকরা তাদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার পর উন্নত চিকিৎসার জন্য তাদের কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে নাসির উদ্দীন’র বাম পায়ে আপারেশন করে হাটুর নীচ থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। রাজশাহী মেডিক্যালে তাদের অবস্থা আশংকা জনক হলে দ্রুত ঢাকায় প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার ১টি হাসপাতালে দৈনিক সত্য খবর পত্রিকার সাংবাদিক নাসির উদ্দীনের মৃত্যু হয়। দৈনিক আজকের আলো পত্রিকার কুমারখালী প্রতিনিধি এম এ ওহাব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
উল্লেখ্য, ১৮ ই নভেন্বর শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার কুমারখালী থেকে সাংবাদিক এম এ ওহাব এবং নাসির উদ্দীন ব্যবসায়িক কাজে ঈশ্বরদী আসছিলেন। পথে মধ্যে তারা ভেড়ামারার ১২ মাইল মোড় পার হয়ে মিলের সন্নিকটে পৌছালে অপর দিক থেকে আসা একটি ১০ চাকার দ্রুতগামী ঘাতক ট্রাক তাদের চাপা দেয়। এসময় দু’সাংবাদিককে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক ট্রাক। এতে সাংবাদিকদের পা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

LEAVE A REPLY