রিপোর্টার :শ্রাবন্তী, বরিশাল থেকে।।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌরসভার সুন্দরদী
এলাকায় নিলখোলা নামক ব্রিজের নিচ থেকে রবিবার
সন্ধ্যায় ভাসমান এক অজ্ঞাতনামা যুবকের (৩২) লাশ
উদ্ধার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার এস.আই মোঃ নজরুল ইসলাম জানান,
স্থানীয়রা রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার সুন্দরদী
এলাকার নিলখোলা নামক ব্রিজের নিচে খালে এক
পুরুষের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে তিনি ও এস,আই
মো. ইয়াকুব সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৭টার দিকে
ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে ভাসমান অবস্থায়
অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত
লাশের মাথায় ক্ষতের চিহ্ন রয়েছে। লাশের আনুমানিক
বয়স ৩২ বছর হবে। পুরুষ লাশটি মুসলমান ও তার খোচাখোচা
দাঁড়ি এবং লাশের পরনে জিঞ্চের প্যান্ট ও গায়ে
কালো জ্যাকেট রয়েছে। দুরবর্তী কোন স্থান থেকে
দুর্বৃত্তরা অজ্ঞাতনামা এ পুরুষকে হত্যা করে গাড়ি
যোগে এনে নিলখোলা ব্রিজের নিচে ফেলে গেছে বলে
পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। গৌরনদী
মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস.এম আফজাল হোসেন
ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত
(সন্ধ্যা সাড়ে ৭টা) লাশের পরিচয় পাওয়া যায়নি,