দৌলতপুরে বিদেশী পিস্তল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

0
882

রনি অাহমেদ :কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ জজ মিয়া (২৮) ও বজলু (৩৫) নামে দুই অস্ত্র ও মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত জজ মিয়া নাটোর জেলা সদরের তেবাড়ীয়া গ্রামের হাবিল মিয়ার ছেলে ও বজলু মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের নিয়াকত অালীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে গত বুধবার রাত সাড়ে ১০ টায় অস্ত্র ও ফেন্সিডিল নিয়ে অাশার সময় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই গৌতম কুমার মন্ডল,এ এস আই অাবুল কালাম অাজাদ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার হোগলবাড়িয়া  ইউ,পির ক্যলানপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের সামনে মেহেরপুর থেকে ছেড়ে অাশা ঢাকা গামী জে অার পরিবহন ঢাকা মেট্রো ব-১১-৪০২১ গাড়ী থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, দুই টা ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে। এব্যাপারে দৌলাতপুর থানার ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতরা দির্ঘদিন ধরে মাদক ও অস্ত্র,ব্যাবসা করে অাশছিল তাদের নামে দৌলতপুর থানায় অস্ত্র ও মাদক অাইনে দুই টা মামলা হয়েছে।

LEAVE A REPLY