হাফিজুল ইসলাম, মিরপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: ‘’আসুন ঐক্যের হাত তুলি:এইচ আইভি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিশ্ব এইডস দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।
দিবসটি পালন উপলক্ষে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে হতে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল ররুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডাঃ রাশেদ হাসান রনি, ডাঃ তাহনী মমতাজ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরির্দশক ছানাউল্লাহ।