সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম এক মেধাবী এতিমের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। ফলে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া মাসুম (১৩) এবার ৭ম শ্রেণিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। মাসুম দুই মাস বয়সে বাবাকে হারায়।
মাসুমের মা ময়না তাকে নিয়ে উপজেলার পশ্চিম বীরনগর গ্রামে দরিদ্র পিতার বাড়িতে আশ্রয় নেন। ছেলেকে পড়ালেখা শিখিয়ে সৎ মানুষ হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখেন ময়না কিন্তু সপ্তম শ্রেণিতে পড়া লেখার সময় মাসুমের নানা ও মামা পড়া লেখা বাদ দিয়ে কাজ করার চাপ দেন। এক সময় পড়ালেখা বন্ধ হয়ে গেলে মাসুম বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। সাতদিন হাসপাতাল থেকে মাসুম সুস্থ হয়ে ওঠে।
এই ঘটনায় মাসুমের মামাসহ এলাকার ৪/৫ জন ব্যক্তি থানায় এসে মাসুমের বিরুদ্ধে ওসির কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ওসি আশরাফুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে মাসুমের পড়ালেখার খরচ দিতে চান ও তাদেরকে শুধু ভাতের ব্যবস্থা করতে বলেন। কিন্তু মাসুম না কাজ করলে তারা ভাত দেবেন না বলে জানিয়ে দেন। বিষয়টি মাসুমের মা ময়না ওসিকে জানান। এরই প্রেক্ষিতে ওসি আশরাফুল ইসলাম ওই এতিম ছেলের যাবতীয় দায়িত্ব নিয়ে নিজের কাছে রেখে দেন।
এ বিষয়ে ওসি আশরাফুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মাসুম আমার ছোট ভাইয়ের মতো, তার জন্য স্থায়ী একটা ব্যবস্থা করতে হবে। আজকাল ছেলেরা পড়ালেখা করতে চায় না। অথচ মাসুম পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না। মাসুম জানায়, সে ভবিষ্যতে একজন গর্বিত সৈনিক হয়ে দেশের সেবা করতে চায়।