দৌলতপুরে আওয়ামীলীগ পার্টি অফিস ও ডিস ব্যাবসায়ীর অফিস ভাংচুর

0
209

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মসাউড়া বাজারে আওয়ামীলীগ পার্টি অফিস ও ডিস ব্যাবসায়ীর অফিস ভাংচুর করা হয়েছে।
এলাকাবাসী জানায়’ বুধবার দুপুরে মুথুরাপুর ইউনিয়নের, মামুন,রাজু,তুফাজেল,হান্নান,আসাদুল,জামিল,হাপি,আকরাম,ময়নালসহ ১০/১৫ জন সন্ত্রাসী মটোরসাইকেলে এসে, আওয়ামীলীগ পার্টি অফিস বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ও ডিস ব্যাবসায়ীর অফিস ভাংচুর করে।এ ঘটনায় বুলবুল (৪০) নামে একজন আহত হয়েছে।আহত বুলবুল জানান তিনি একজন কাঠ ব্যাবসায়ী কাঠ মিলে কাঠ ক্রয়কালীন সময়ে সন্ত্রাসীরা তার উপর হামলা করে প্রায় ৩ লক্ষাঅধিক টাকা ছিনতায় করে নেয়।
এব্যাপারে মুথুরাপুর ক্যাম্পের আই সি এস আই রবিউল ইসলাম জানান বুধবার দুপুরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, দুই পক্ষ মুখমুখি অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানেন। এব্যপারে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানাগেছে।

LEAVE A REPLY