মো: নাজমুল হাসান নাহিদ,ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা শহরেরকাঠেরপুল এলাকায় মাটিখনন করতে গিয়ে ৬০ রাউন্ডগুলি উদ্ধার করা হয়েছে।বুধবার দুপুরের দিকেগুলিগুলো উদ্ধার করা হয়।স্থানীয়রা জানায়, ভেড়ামারাশহরের কাঠেরপুল এলাকারআব্দুল কাদেরের বাড়িতেমাটি খননকালে শ্রমিকরারাইফেলের গুলি দেখতেপায়। পরে স্থানীয়রা বিষয়টিভেড়ামারা থানা পুলিশকেজানায়। খবর পেয়ে পুলিশঘটনাস্থলে গিয়ে থ্রি নাট থ্রিরাইফেলের ৬০ রাউন্ড গুলিউদ্ধার করে।
ভেড়ামারা থানার অফিসারইনচার্জ নূর হোসেন খন্দকারজানান, ঘর নির্মানের জন্যমাটি খনন করতে গিয়েশ্রমিকরা গুলি গুলো দেখতেপেয়ে তারা পুলিশকে খবরদেয়। খবর পেয়ে সেখানথেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধারকরা হয়েছে।