মিরপুরে আইডিয়াল স্কুল উদ্বোধন

0
219

হাফিজুল ইসলাম :

মিরপুর পৌরসভার মেয়র হাজ্বী এনামুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা ও উন্নয়নের যেই অগ্রযাত্রা, তা আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আমরাও পৌর এলাকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছি। এতে আইডিয়াল স্কুলও এলাকায় শিক্ষা বিস্তারের পাশাপাশি পৌর এলাকায় এই অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তাই এই ধরনের কাজে সকলে সহযোগিতা ও এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করি। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানের সহযোগিতা আমি করে যাব। এতে অতিদ্রুত পৌরসভা একটি স্বয়ং সম্পূর্ণ ও মডেল পৌরসভায় রূপান্তরিত করতে পারব।

তিনি শনিবার পৌরসভা কার্যালয়ের পূর্ব পাশে ৩ নং ওয়ার্ডে আইডিয়াল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্থানীয় কাউন্সিলর আতিয়ার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওমর ফারুখ।

বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর কলিউদ্দীন মল্লিক, হাজ্বী আহসানুল করিম,ব্যাসায়ী আনোয়ার হোসেন, মিরপুর মাধমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান, উপজেলা নারী জোটের সাধারন সম্পাদক লিপি খাতুন, আশমত আলী শেখ, তৌফিকুজ্জামান,সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY