দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার ছেলের জিপিএ গোল্ডেন লাভ

0
613

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবীর আহমেদের পুত্র নাঈম আহমেদ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষায় জিপিএ ৫(গোল্ডেন) পেয়েছে। সে নোয়াপাড়া সংকরপাশা মডেল হাই স্কুল যশোর এর মেধাবী ছাত্র। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবীর আহমেদ জানান তার ছেলে যেনো মানুষের মত মানুষ হতে পারে এবং জনগণের সেবা করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। এসময় তিনি তার ছেলের গোল্ডেন প্রাপ্তির জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরন করেন। উল্লেখ্য তার বড় মেয়ে একজন মেধাবী ছাত্রী। সে বর্তমানে ডাক্তারি পড়ুয়া।

LEAVE A REPLY