হাফিজুল ইসলাম,মিরপুর প্রতিনিধি : মিরপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পিআইবি’র উদ্যোগে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দারে সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান প্রমুখ।
কর্মশালায় একাডেমিক প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে।
প্রশিক্ষণে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।