হাফিজুল ইসলামঃ কুষ্টিয়ার মিরপুরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিটিউট (পিআইবি)’র আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পরিচালক(অধ্যায়ন ও প্রশিক্ষন বিভাগ) আনোয়ারা বেগম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মো.জহির রায়হান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর, মিরপুর প্রেসক্লাবের সভাপতি হাজি মহাম্মদ আলী জোয়ার্দ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক কাঞ্চন কুমার, বাবলু রঞ্জন বিশ্বাস।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ইলেকট্রনিক ও প্রিন্ট সাংবাদিকতার বিভিন্ন ধরণের রিপোর্টিং, কাজের ধরণ, স্ক্রীপ লেখার উপাদান ও কৌশল, সাক্ষাৎকার গ্রহণের কৌশল, ছবি সম্পাদনা, তথ্য অধিকার ও সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী দিনের প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর রুহুল আমিন রুশদ।
গত ২৯ ডিসেম্বর থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এ প্রশিক্ষণে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।