রনি আহমেদ:কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে কুখ্যাত গরু চোর অাক্কাস (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।সে উপজেলার অাদাবাড়ীয়া ইউ,পির গরুড়া গ্রামের রুপচাঁদ অালীর ছেলে।পুলিশ গোপুন সংবাদের ভিত্তিতে তেকালা পুলিশ কাম্পের আই সি এ এস আই অাসাদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গতকাল রাতে উপজেলার অাদাবাড়ীয়া ইউ,পির গরুড়া গ্রামে তার নিজ বাড়ী সোবার ঘর থেকে অাক্কাস কে গ্রেফতার করা হয়।এলাকাবাসী জানান অাক্কাস ওই এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছিল।এব্যপারে দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ জানান গরুড়া থেকে অাক্কাস নামে গরু চোর কে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নামে গরু চুরি মাডারসহ একাধিক মামলা রয়েছে।