দৌলতপুরে ফেন্সিডিলসহ অাটক ১

0
247

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ফেন্সিডিলসহ রেজাউল হক(৪৫)নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।অাটকৃত রেজাউল  উপজেলার ডাড়ের পাড়া গ্রামের মৃত ইবাদত অালীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা  জানান সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ডাড়ের পাড়া এলাকা থেকে ৩ বোতল ফেন্সিডিলসহ রেজাউল কে অাটক করে।পুলিশ অারো জানান অাটকৃত রেজাউল  দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে অাসছিল।তার নামে দৌলতপুর থানা মাদক গুরুসহ বিভিন্ন  মামলা রয়েছে।

এব্যাপারে দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ সাংবাদিকদের জানান রেজাউল নামের এক মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয়েছে এবং তার নামে থানায় মামলা হয়েছে মামলা নাং০১।

LEAVE A REPLY