হাফিজুল ইসলামঃ মিরপুরে উপজেলা সবাজসেবা অধিদপ্তরে আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভা শেষে প্রতিবন্ধিদের মাঝে পরিচয় পত্র প্রদান করা হয়েছে । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুর্বনা রানী সাহার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার নাসরিন, সোনালী ব্যাংকের ব্যাবস্থাপক নাজমুল হক,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।