আলমডাঙ্গায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ছাত্রলীগের ইতিহাস গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস

0
246

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গতকাল আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা চত্বরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ টার দিকে এক বিরাট বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের এরশাদ মঞ্চে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বলেন, তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের প্রেরণ্য ও পৃষ্ঠপোষকতায় একঝাক মেধাবি তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৬৯ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতীর ভাষার অধিকার, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবায়েত আজাদ বিন সুস্থির। বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, তথ্য ও গবেষণা সম্পাদক কাউছার আহমেদ বাবলু, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, হারদী ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মূছা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, সাধারন সম্পাদক সোনাহার, যুবলীগ নেতা ডিটু, পলাশ, আনোয়ার, জিয়াউর রহমান, সৈকত খান, তবা, টগর, ইকলুস, সাইফুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইকা, প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর জাইদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, আলো, রুবেল, বাদশা প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

LEAVE A REPLY